তোমায় পেয়ে
জাহিদ হোসেন রনজু।
--------------------------------®
তোমায় নিয়ে
সুখ আবাসে
স্বপ্নে করি বাস।
পীয়ূষ পিয়ে
প্রেম আকাশে
বসত বার মাস।
মন-দীপিকা
রঙিন ঘুড়ি
ইচ্ছে মতন উড়ে।
শ্বেত-বালিকা
চাঁদের বুড়ি
আমার সাথে ঘুরে।
মেঘ যে কাঁদায়
বৃষ্টি আবার
শীতল করে মন।
মিষ্টি মায়ায়
মনটি আমার
থাকে সারাক্ষণ।
--------------------------------
১৭ জুলাই ২০১৬, ঢাকা
(পরিমার্জিতকরণ ২৬.০৭.২০১৭)