""""""""
তোমায় নিয়ে দিবো বন্ধু
জাহিদ হোসেন রনজু
-----------------------------------®
এসো এসো বন্ধু এসো
আমার হৃদয় কূলে,
যেও না গো বন্ধু আবার
চেনা পথটি ভুলে।
নীল গগনে তারার সাথে
চন্দ্র যেমন হাসে,
আমার মনে মুখটি তোমার
তেমন করে ভাসে।
আসবে তুমি তাই তো আমি
স্বপ্ন বুকে নিয়ে
রাখছি মুড়ে হৃদয় খানি
ভালবাসা দিয়ে।
হাজার রঙে মন রাঙিয়ে
জ্যোৎস্না মেখে গায়ে,
বসে আছি সিদুর রাঙা
আলতা দিয়ে পায়ে।
আসবে বলে যৌবনেরই
প্রদীপখানি নিয়ে
বসে আছি আগল এটে
জ্বালবো তোমায় দিয়ে।
আসবে বলে রাখছি ঢেকে
গোপন অন্তঃপুরে,
টুকটুকে লাল গোলাপখানি
পদ্মপাতায় মুড়ে।
এসো এসো বন্ধু তুমি
এসো তাড়াতাড়ি
তোমায় নিয়ে দিবো বন্ধু
জীবন নদী পাড়ি।
-------------------------------------------
২৬ আগস্ট,২০১৭, মিরপুর, ঢাকা।