তোমার হৃদয় ছাড়া চেনা নাই কিছুই

জাহিদ হোসেন রনজু।

-------------------------------------------®

আমি মন নিতে এসেছি।
তুমি নিশ্চিন্তে রাখতে পারো এখানে হৃদয়।

রাতের শান্তি
ভোরের স্নিগ্ধ মায়া
দুপুরের দক্ষিণা হাওয়া
গোধুলীর আলো
পূর্ণিমা চাঁদ - - জ্যোৎস্না আকাশ
সব রেখেছি সাজায়ে থরে থরে, এখানে-
যেখানে আমি--থাকে প্রেম, আমার বিশ্বাস।

তুমি নিশ্চিন্তে রাখতে পারো এখানে, তোমার হৃদয়।
না হলে আজ তোমাকেই নিতে হবে আমার হৃদয়।

না, আমাকে ফেলে যেও না এখানে তুমি।
অচেনা বন্দর।

তোমার হৃদয় ছাড়া আমার চেনা নাই কিছুই।

---------------------------------------------
২০ মার্চ,২০১৬, মিরপুর,ঢাকা