তোমাকেই চাই

জাহিদ হোসেন রনজু।
--------------------------®

আমি  তোমাকে চাই
তুমি এসো
তুমি পার্বতী হয়ে এসো।

আমি  তোমাকে চাই
তুমি এসো
তুমি চন্দ্রমূখী হয়ে এসো।

তুমি এসো
ভালবাসা দিতে এসো
তুমি এসো
বিরহ ভুলাতে এসো।

আমি তোমাকেই চাই-
তুমি এসো
পার্বতী না হয় চন্দ্রমূখী হয়ে এসো।

-------------------------------
২ এপ্রিল, ২০১৭, মিরপুর, ঢাকা।