তোমাকে ছাড়া আমি একা

জাহিদ হোসেন রনজু
---------------------------------------®

প্রায়শঃই তোমাকে ভাবি
একান্ত নিভৃতে পাওয়ার ইচ্ছে জাগে

এবং এই ইচ্ছেটি সর্বদা আমার পুরো দিনটিতে জেগে থাকে

তোমাকে ছাড়া আমি যেখানেই থাকি
আমি যেভাবেই থাকি
আমি একা এবং নিঃস্ব।

--------------------------
১১ মে ২০২১, মিরপুর, ঢাকা