তোমাকে চাই
জাহিদ হোসেন রনজু
............................................
মৃত মানুষের ক্ষুধা লাগে না
তাই খাবার চায় না।
আশ্রয় লাগে না
তাই ঘর চায় না।
ভালবাসা লাগে না
তাই তোমাকে খুঁজে না।
আমি মৃত নই
আমার ক্ষুধা লাগে
তাই আমি খাবার চাই।
আমার আশ্রয় লাগে
তাই আমি ঘর বানাই।
আমার ভালবাসা লাগে
তাই তোমাকে খুঁজে বেড়াই।
রোদসী, ভালবাসার জন্য আমার তোমাকে চাই।
...............................................................
২৭ জুলাই, ২০১৭, মিরপুর, ঢাকা ।