.........
তখন সব হারাই আমি
জাহিদ হোসেন রনজু।
------------------------------®
তোমার কাছে ফুল যদি চাই
তুমি সুন্দর একটি গোলাপ এনে বলো- 'নাও।'
তোমার কাছে খাবার চাই যদি
তুমি সুগন্ধি চালের ভাত রেঁধে বলো-'খাও।'
তোমার কাছে যদি জ্যোৎস্না খুঁজি
তুমি পূর্ণিমা হয়ে সামনে এসে দাঁড়াও।
তোমার কাছে যখন তোমার মনটাকে চাই
তখন তুমি নিঃশব্দে চলে যাও কোথাও।
কোথায় হারিয়ে যাও তুমি, পাই না তোমাকে।।
তখন সব হারাই আমি-গোলাপ, সুগন্ধি ভাত আর জ্যোৎস্নাকে।
( ২৫.০৩.২০১৬, ঢাকা )