"""'''''''''''''''
তবু অচেনা
- জাহিদ হোসেন রনজু
--------------- --------------- --®
তুমি রূপসী
অপরূপ সুন্দরী তুমি।
আমি জানি
বহুদিন ধরে জানি,
বহুকাল ধরে জানি।
এতটুকুই জানি শুধু আমি।
আর কিছু জানা হয়নি আমার।
চাঁদ আর তুমি একই রকম-
দেখলাম,
মুগ্ধ হলাম
ভালবাসলাম।
হে রূপসী,
প্রেয়সী আমার।
তুমিও কি ভালবেসেছো আমায়?
জানা নাই।
চেনা খুব তবু অচেনা সুদূর।
--------------------- ---------------
৩০.০৪.২০১৭, ঢাকা।