তবু খুঁজে ফিরে

জাহিদ হোসেন রনজু
...................................................................

দরজায় আগল নেই বহুদিন
জানালার পর্দাটাও অনেক দিন হলো দেয়া হয় না
হায় রে মন , এতই বুভুক্ষু কাঙ্গাল ;

পুবালী বাতাসে চলে গেছে সময়
পত্র পল্লব বিহীন দাড়িয়ে থাকা বৃক্ষ;
তবু খুঁজে ফিরে বসন্ত বাতাস, কোকিল

...................................................................
৩১ আগস্ট ২০১৮, মিরপুর, ঢাকা।