""""""""""
     তবু ঘড়িটা আছে
  জাহিদ হোসেন রনজু।
--------------------------------------®

ঘড়িটা নষ্ট হয়ে আছে
বিকল হয়ে আছে বহুদিন
পলেস্তার বিহীন ক্ষয়ে যাওয়া দেয়ালে ঝুলে আছে।

তবু ঘড়িটা আছে
ধূলি মাখা, বিবর্ণ
আরশোলার মত লেপ্টে আছে
ক্ষয়ে যাওয়া দেয়ালের সাথে।

সময়টাও স্থির যেন ঘড়িটার মত
থেমে আছে
সমস্ত দুঃখ বেদনা কষ্টগুলো নিয়ে।

ঐ থেমে থাকা ঘড়িটা আমি
ঐ বিকল হয়ে যাওয়া ঘড়িটা আমি
ঐ থেমে থাকা সময়টা আমার
ঐ দুঃখ বেদনা কষ্টগুলো আমার।


তবু ঘড়িটা আছে
ধূলি মাখা, বিবর্ণ
আরশোলার মত লেপ্টে আছে
ক্ষয়ে যাওয়া দেয়ালের সাথে।

ঐ ঘড়িটা আমি।
ঐ থেমে থাকা সময়টা আমার।
ঐ দুঃখ বেদনা কষ্টগুলো আমার।

---------------------------------------------
২৭ জুলাই, ২০১৭, ঢাকা।