""""""""""
              তিন সত্যি

   - জাহিদ হোসেন রনজু।
--------------------------------------------®

জামাল ভাই কেমন আছো ?
আমাকে এক কাপ চা দাও তো?
চা'টা দিও ভালো করে,
কাপটি দিও বেশ যত্নে ভরে।
দুধটা দিও পারো যতো,
চিনি দিও না আবার ইচ্ছে মতো।
দিও চিনি অল্প করে,
ডায়বেটিস আবার গেছে বেড়ে।

না না না, সিগারেটটা আর দিও না।
ডাক্তার সাহেব করেছে মানা।
আচ্ছা না হয় দাওই একটা
অনেক দিন বাদে খাই যে ওটা।

কি বললে তুমি?
খেয়েছি একটা সকালে আমি?
সকালে আবার খেলাম কখন?
খেলাম নাকি? কি ভুলো মন।
আচ্ছা যাক এটাই খাই
কাছে যখন কেহই নাই
ডাক্তার কিংবা আপন জন
বকবে কে আর বল এখন।

তবে বলছি শোন আর খাবো না
চাইলে পরেও আর দিবে না
বুঝলে তুমি?
এই যে আমি
চাইলে আমায় ফিরিয়ে দিবে।
মনে থাকবে?

কি বললে? ভুলে যাবো?
সিগারেট আমি আবার খাবো?

না না না সত্যি এবার
সিগারেট তো আর নয়কো খাবার।
খেতেই হবে এমন কি তা।
খারাপই ভীষণ বরং ওটা।
সিগারেট খেলে কত কি হয়
আছে তাতে মৃত্যুরই ভয়।

খারাপ যখন আছে জানা
সত্যি বলছি আর খাবো না।

এই যে এবার দামটা রাখো
ভাংতি আছে কিনা সেটা দেখো।
কি বললে ভাংতি হবে না?
বাকী টাকা এখন দেয়া যাবে না?

থাক না তবে পরেই নেবো
আবার যখন সিগারেট খাবো।

হায় ভগবান !  ছিঃ!
এসব আবার কি বলছি ।

না না না আর খাবো না
ও পথে আমি আর যাবো না।
এই যে দেখ কিরে কাটছি
এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি।

   ( ২২.০৬.২০১৬,ঢাকা )