ঠক বাছতে গাঁ উজাড়
জাহিদ হোসেন রনজু
------------------------------®
পৃথিবীর মানুষ আজ শকুনের মতন
উচুতে আসন আর সুদূরে নয়ন
অথচ
বোধে তথৈবচ
দৃষ্টি নেই আকাশের নির্মল কান্তিতে
নজর তার ভাগাড়ের চৌর্যবৃত্তিতে।
'ঠক বাছতে গাঁ উজাড়'
নাই আজকে এপার আর ওপার।
--------------------------------
২৮ সেপ্টেম্বর ২০২০, মিরপুর, ঢাকা