তেপান্তরের মাঠ পেরিয়ে

জাহিদ হোসেন রনজু।

---------------------------------------®

সদ্য আমি কিশোর যখন
তখন থেকেই তোমায় চিনি,
তোমার হাটা, চলন-বলন
সবই চিনি, সবই জানি।

জ্যোৎস্না তোমার পড়তো ঝরে
মিষ্টি ঠোঁটে হাসতে যখন,
আলোয় আলোয় ভরে যেতো
আমার ছোট মনটি তখন।
তখন তুমি বুঝতে কিনা
আসতে তবু চুপিসারে,
থাকতে বসে আমার কাছে
চুপটি করে হাতটি ধরে।
বলতে নাকো কোন কথা
ছোট্ট তোমার মুখটি খুলে,
থাকতে চেয়ে নিরব ভাবে
তোমার দুটি চক্ষু তুলে।

বাবা মায়ের শাসন ভুলে
নিত্য তুমি আসতে কাছে,
লুকোচুরি খেলার মতন
যেতাম দুজন ভালবেসে।
এমন করে অনেক বছর
পেরিয়েছি আমরা দুজন,
মিষ্টি মিষ্টি ভাললাগায়
গড়ে গেছি অনেক স্বপন।

তারপরে কাল বহু গেছে
তোমার আমার জীবন থেকে,
গড়ায়েছে অনেক পানি
সময় নামক নদীর বাঁকে।
হারায়েছে এরই সাথে
মধুর সময়, মধুর সে ক্ষণ,
তুমিও গেছো কোথায় যেন,
পাই না খুঁজে পেতাম যেমন।

ধূসর মরুর জীবন পথে
আজিকেও তাই খুঁজে ফিরি,
জানিনে আজ কোন অজানায়
লুকায় আছো চুপটি করি।
তাই জানো না পথিক কখন
ভালবাসার দুঃখ নিয়ে,
তোমায় খুঁজে এথায় ওথায়
তেপান্তরের মাঠ পেরিয়ে।

---------------------------------------------
২৬ ফেব্রুয়ারি, ২০১৬, হরিরামপুর, মানিকগঞ্জ।