তেমন তো আর নই
জাহিদ হোসেন রনজু
----------------------------------------®
যদি এমন হতো
আমি অবিরত
নিত্য শত ভালবাসি নিত্য ছাড়ি শত
তোমায় ছেড়ে তবে আবার প্রেমে হতাম রত।
ভ্রমর হয়ে দুলে
যেতাম অন্য ফুলে
তারই সুবাস নিয়ে আমি তোমায় যেতাম ভুলে।
তেমন তো আর নই
তাই তো কষ্ট সই
তোমার স্মৃতি বুকে নিয়ে আমি বেঁচে রই।
দিনের কাজের ফাঁকে
তোমার স্মৃতি ডাকে
রাতে হৃদয় নোঙর ফেলে দুঃখ নদীর বাঁকে।
এমন যদি হতো
মনের স্মৃতি যতো
ইচ্ছে হলেই মোছা যেতো নিজের ইচ্ছে মতো।
না হয় দিতাম মুছে
রাখতাম না আর পুষে
কষ্টগুলো উঠতো না আর এমন ফুঁসে ফুঁসে।
কিন্তু তাতো নয়
আমার এ হৃদয়
আজীবন তাই থাকবে তুমি আমার ভুবনময়।
--------------------------------------------
২৭ অক্টোবর, ২০১৮, মিরপুর, ঢাকা।
(বিশেষ দ্রষ্টব্যঃ Cervical Spondylitis -এর কারণে মোবাইল ব্যবহার সীমিত হওয়ার কারণে নিয়মিত লেখা-লেখি করতে পারছি না এবং আপনাদের মূল্যবান লেখা পড়া থেকেও বঞ্চিত হচ্ছি। ডাক্তারের পরামর্শ অমান্য করে এবং স্বজনদের চোখ ফাঁকি দিয়ে এই লেখাটি লেখার চেষ্টা করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।)