তেমনই নক্ষত্র তুমি
জাহিদ হোসেন রনজু
-------------------------------®
সহজ হিসেব-
পণ্য সব সময়ই মুদ্রায় তুল্য
প্রেমের সৌধ তাজমহল; তিলোত্তমা ;
মুদ্রা আয় না করলে প্রতিদিন; লক্ষ-নিযুত-কোটি
হারিয়ে যেতো কবেই
তাই-
তাজমহল আজ প্রেমে নয়,
পর্যটকের মুদ্রায় জ্বলজ্বল করে জ্বলে।
রোদসী,
হয়ত তুমিও তেমন
তেমনই নক্ষত্র কোথাও.......
--------------------- -----------------
১৮ জুন, ২০১৮, ফুলবাড়িগেট, খুলনা।