তেমনই আছি
জাহিদ হোসেন রনজু।
-------------------------------®
একটু খানি হাসি যদি আমায় দিতে
আমার দেয়া একটি গোলাপ তুমি নিতে
আমার জীবন বদলে যেতো।
একটুখানি স্বপ্ন যদি আমায় দিতে
আমার দেয়া ভালবাসা একটু নিতে
আমার জীবন পাল্টে যেতো।
দাওনি কিছুই একটুখানি তোমার থেকে
নাওনি কিছুই একটু খানি আমার থেকে।
তাই তো আমি তেমনই আছি
তেমনই আছি
না পাওয়া সুখ বুকে নিয়ে
তেমনই আছি।
---------------------------------
( ০৩ সেপ্টেম্বর,২০১৬, ঢাকা)