তানকা (প্রথম পঞ্চ)
জাহিদ হোসেন রনজু
----------------------------®
(১)
কোকিল খোঁজে
পায় না সে বসন্ত
ফাগুন মাসে।
এলোমেলো প্রকৃতি
সভ্যতার দাপটে।
(২)
প্রয়োজনীয়
আজকে মুঠোফোন
ভয়াল যন্ত্র
দূরকে করে আপন
নিকটকে করে দূর।
(৩)
সবাই আজ
'সোস্যাল মিডিয়া'য়
একাকী ব্যস্ত
এক ঘরে স্বজন
তবু নাই কথন।
(৪)
ছেলেমেয়েরা
বেত ঝাঁড় চিনে না
ডাহুক পাখি
চার দেয়ালে বন্দী
চিনে নাকো প্রকৃতি।
(৫)
এক মাইল
গ্রামখানি লম্বায়
বিশ পড়শী
সবাই চেনা ছিল
ছিল আসা-যাওয়া।।
এক দালান
মাত্র একশ হাত
বিশ পড়শী
দেয়ালের দূরত্ব
তবু সব অচেনা।
-----------------------------
২২ জুলাই ২০১৯, মিরপুর, ঢাকা