স্বার্থই আসল, মানবতা কিছু নাই
জাহিদ হোসেন রনজু
------------------------------®
বহুদিন ধরে অসহায় ফিলিস্তিন
তাদের ভূমিতে তাদের ভালে দুর্দিন।
উড়ে এসে জুড়ে বসা হানাদার শুন
উল্লাসে তাদের প্রতিদিন করে খুন।
তাদের জমিতে বসতি নাই তাদের
যত বাহাদুরি দুর্বৃত্ত হানাদারের।
তাদের তাড়ায়ে তাদেরই দোষী বলে
সামরিক বলে আপন ইচ্ছায় চলে।
যাদের লেবাসে 'মানবতা চাই' লেখা
এখন তাদের যায় না কোথাও দেখা।
স্বার্থবাদী সব দল বেঁধে দেখি আজ
ডাকাতের সাথে করে কুচকাওয়াজ।
রসদ যোগায় পশ্চিমা, বিশ্ব মোড়ল
মুখে সদা নীতি বাক্য অন্তরে গরল।
পড়শী, স্বজাতি মুখে দিয়েছে কুলুপ
নিজেদের স্বার্থে সকলে তাই নিশ্চুপ।
নির্যাতিত ফিলিস্তিনী, জেনে রাখো ভাই
স্বার্থই আসল, মানবতা কিছু নাই।
নীতি, নৈতিকতা সব আজ মৃত বোধ
তাই নিতে হবে নিজেরই প্রতিশোধ।
-----------------------------------
২০ মে ২০২১, মিরপুর, ঢাকা।