স্বার্থবাজ
জাহিদ হোসেন রনজু
------------------®
টালমাটাল
সময়কাল
সর্বত্র, সবখানে।
স্বার্থবাজ
ব্যস্ত আজ
স্বার্থ সুখ সন্ধানে।
বেশ, ভাষা
খুব খাসা
ভাবটা খুব দস্তগীর,
আড়ালে
আবডালে
লুটপাটে মস্ত বীর।
মূল গীতি
রাজনীতি
স্বার্থ সব উদ্ধারে,
শীর্ষ ভাগ
পাচ্ছে নাগ
বসত যার আন্ধারে।
বরকন্দাজ
দোহার আজ,
করছে সব খুব তোয়াজ,
এক পালে
এক তালে
করছে জোর কুচকাওয়াজ ।
আসবে কি
পিনাকি
কাটায়ে দুঃসময়?
রবির কর
জগৎভর
হাসবে কি দীপ্তময়?
---------------------------------
১৯ ফেব্রুয়ারি ২০২১, মিরপুর, ঢাকা।