""""""""
স্বপ্ন ঘুড়ি
জাহিদ হোসেন রনজু।
-----------------------------------®
মনের যতো স্বপ্ন ছিল
ভালবাসায় মোড়া,
বানাই যে এক রঙিন ঘুড়ি
সে সব দিয়ে জোড়া।
রোদ ঝলমল আকাশ দেখে
উড়াই যখন ঘুড়ি,
মেঘ কালো হয় সেই নীলিমা
বৃষ্টি ঝুড়িঝুড়ি।
পূবের বাতাস দক্ষিণে বয়
উড়ে আসে ঝড়ই
সূতো ছিঁড়ে যায় হারিয়ে
আমার স্বপ্ন ঘুড়ি।
------------------------------------------
৩০ আগস্ট,২০১৭, বাস, ঢাকা টু খুলনা।