স্বল্প দৈর্ঘ্য চিত্রনাট্য

জাহিদ হোসেন রনজু
-----------------------®

বিযুক্ত হয়েই
মুরগীটা গা ঝাড়া দিয়েই......দে ছুট্;
মোরগটা অচেনা এখন

ঝুটিওয়ালা মোরগটাও তাই.....একই ;
পাল তুলে দিয়ে নতুন বন্দরের উদ্দেশ্যে যাত্রা

স্বল্প দৈর্ঘ্য চিত্রনাট্য ;

'সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না'

এখন-
প্রেমিক ও প্রেমিকা; সময় ও নদীর স্রোত

--------------------------------------------
০১ মার্চ ২০১৯, ফুলবাড়িগেট, খুলনা।