স্বগতোক্তি
জাহিদ হোসেন রনজু
---------------------------------------------®
ভাবছি মনে ভাবছি
সুন্দরী ঐ 'মাল'টা বেজায়
'খাসা জিনিস' দেখছি।
দেখছি চোখে দেখছি
তোমায় দেখে কল্পনাতে
তোমার কাপড় খুলছি।
হাটছি পায়ে হাটছি
তোমায় ছুঁতে হাটার ছলে
তোমার গায়ে ঘেষছি।
খুঁজছি রোজই খুঁজছি
ভীড়ের মাঝে হাত বুলাতে
তোমায় খুঁজে নিচ্ছি।
করছি ভোগ্য করছি
বিজ্ঞাপনে পণ্য করে
তোমায় গিলে খাচ্ছি।
বলছি মিথ্যে বলছি
'ভালবাসি' বলে তোমায়
বিছানাতেই চাচ্ছি।
মারছি নারী মারছি
এমনভাবেই তোমায় মেরে
পুরুষ আমি হাসছি।
---------------------------------------------
২৭ ফেব্রুয়ারি, মিরপুর, ঢাকা।