"""'''''"''
সুখ-দুঃখ
জাহিদ হোসেন রনজু।
------------------------------------------
দুঃখগুলো আমার থাকুক
সুখগুলো হোক তোর,
আমার জন্য আঁধার রাত্রি
তোর জন্য থাক ভোর।
তোর জন্য আজ উঠুক হেসে
ধরার যত ফুল,
আমার মনে ভোমর না হয়
ফুটাক শতেক হুল।
রুদ্ধ রোষে ঊর্মি আমার
পাজর ভেঙে নিক,
সাগর জলের মুক্তো মানিক
তোকে এনে দিক।
চাঁদ সদাগর ভাসাক তরী
রূপ সাগরে তোর,
যাক ভেসে যাক লোনা জলে
কষ্ট তরী মোর।
তোর জীবনের দিনগুলো হোক
আলোয় আলোময়,
তোরই দেয়া কষ্টতে হোক
জীবনটা মোর লয়।
------------------------------------------
৮ সেপ্টেম্বর,২০১৭, ফুলবাড়িগেট, খুলনা।