সুখ
জাহিদ হোসেন রনজু
---------------------®
অথৈ বিত্ত কাড়ি কাড়ি
অসৎ পথের বাড়ি-গাড়ি
সুখের কোন নয় ঠিকানা।
আড়ম্বর আর বিলাসিতা
ভাবছো বুঝি সুখের মিতা?
এমন হলে সুখ অজানা।
সুখের জন্য নেই প্রয়োজন
বিশাল বড় খুব আয়োজন।
পারো পেতে সুখ যদি চাও
ভোরের বেলা একটু তাকাও
দূর্বাঘাসের সবুজ ডগায়
রৌদ্র মাখা শিশির কণায়।
একটি শিশুর কাছে থেকে
আনতে পারো সুখকে ডেকে।
ছোট্ট শিশুর হাসি দেখে
হৃদয়ে সুখ নাও না মেখে।
শুনবে যখন ভাসবে সুখে
আধো আধো বোল শিশুর মুখে।
ফোটাও যদি একটি কুঁড়ি
এমন সুখের নাইকো জুড়ি।
সর্ষে ক্ষেতের হলুদ ফুলে
হৃদয়ে সুখ উঠবে দুলে।
ফুল-নদী-বন-পাখির ঝাঁকে
অনাবিল সুখ ছড়িয়ে থাকে।
বইবে বুকে সুখের নদী
নিঃস্ব, দুখীর মুখে যদি
পারো আনতে একটু হাসি।
সবচেয়ে বড় সুখের আকর
অল্প চাওয়ায় নিঃস্বার্থপর
থাকলে মিলে পাশাপাশি।
------------------------------
২ জানুয়ারি ২০২১, মিরপুর, ঢাকা