সুবর্ণ দিন

জাহিদ হোসেন রনজু
---------------------®

আজ দিনটা অন্য রকম
স্নিগ্ধ মধুর খুব মনোরম
তানপুরা মন সুর সাগরে
মগ্ন ছিল সুখ বিভোরে
নক্সীকাঁথার শয্যা পেতে
সর্ষে হলুদ প্রেমের খেতে।

গাঙচিলের দুই ডানায় ভেসে
জ্যোৎস্না আকাশ চাঁদের দেশে
দিনটা আজ অন্য রকম
কুসুম কুসুম উষ্ণ গরম
শিশির স্নাত সবুজ ঘাসে
রৌদ্র কিরণ যেমন হাসে
আজ দিনটা ছিল তেমন
সকল পাওয়ার সুখটা যেমন।

--------------------------
২ মার্চ ২০২০, মিরপুর, ঢাকা