স্রষ্টা

জাহিদ হোসেন রনজু
-----------------------------------------------®

হে বুদ্ধ, ঈশ্বর-গড, ভগবান-প্রভু, রব-আল্লা',
তোমাকে নিয়ে লড়ছে সকলেই, দেয় দেখি পাল্লা।
হিন্দু বলে-'ভগবান ঠিক, আর সব কিছু মিথ্যে',
মুসলিম বলে-'আল্লাহ সঠিক, ওরা নেই সত্যে'।
খ্রীস্টান বলে-'গড হলো সত্য , আর সবই মিছে',
বৌদ্ধরা বলে-'বুদ্ধই সব, অন্যেরা ভুলের পিছে'।
আর যারা আছে অন্য ধর্মে তারাও ভাবে এমন
গোষ্ঠী স্বার্থে ইচ্ছে মাফিক তোমাকে করছে সৃজন।

হে স্রষ্টা, ইহাই কি তুমি ? এই কি তোমার স্বরূপ?
নানান গোষ্ঠীর নানা স্বার্থে ধরো তুমি বহুরূপ?
আমি তো জানি যে তুমি একজন, তুমি এক স্রষ্টা,
ক্ষিতি-অপ-তেজ-মরুৎ-ব্যোমের তুমিই সৃষ্টি-দ্রষ্টা।
তাই যদি হয় তবে নিশ্চয়ই সব ধর্ম-জাতি,
একই স্রষ্টার নিয়ামত, একই মানব-জ্ঞাতি।

--------------------------------------------
৯ জুলাই, ২০১৮, মিরপুর, ঢাকা।