সৃষ্টিকর্তা
জাহিদ হোসেন রনজু।
---------------------------------------------®
মোদের সৃষ্টিকর্তা তুমি হে দয়াময়
অসীম দয়ায় ভরা প্রভু তোমার হৃদয়।
তুমি চন্দ্র সূর্য উঠাও
তুমি আলোর ঝর্ণা ছুটাও
তিমির বিনাশী ভুবন করো আলোময়।
অসীম দয়ায় ভরা প্রভু তোমার হৃদয়।
নির্মল সুন্দর তুমি, তুমি রূপবান
ভূলোক দ্যুলোকে তুমি সর্ব শক্তিমান।
তুমি শষ্য-ফলাদি ফলাও
আলোহীনে আলো জ্বালাও
অসুর বিনাশী ধরা করো সুধাময়।
তিমির বিনাশী ভুবন করো আলোময়।
সুষম সাম্যে প্রভু তুমি ন্যায়বান
ভূ-অন্তরীক্ষে তুমি যে শ্রেষ্ট মহান।
তুমি বিপদে অভয় দাও
পথহারাকে পথ দেখাও
অন্যায্য বিনাশী হৃদয় করো ন্যায়ময়।।
অসুর বিনাশী ধরা করো সুধাময়।
------------------------------------------------
( ২১ জুন, ২০১৬,মিরপুর, ঢাকা )