""""""""""
                      স্পর্শ
        - জাহিদ হোসেন রনজু।
-----------------------------------®

তোমাকে স্পর্শ করতে আমার দ্বিধা নেই
কারণ তুমি আমি বৈবাহিক সূত্রে আবদ্ধ।

তোমাকে স্পর্শ করতেও আমার দ্বিধা নেই
কারণ এই শর্তেই বিনিময় মূল্যে তুমি এসেছো।

তোমাকেও স্পর্শ করতে আমার দ্বিধা নেই
কারণ তুমিও স্পর্শ করতে চেয়েছো আমায়।

-----------------------------------
৩১.০৩.২০১৭, ঢাকা।