সর্বভুক

জাহিদ হোসেন রনজু
--------------------------------------------

খাচ্ছো যখন সবই গিলে, বাদ দিয়ো না কিচ্ছু আর
না হোক সেটা তোমার কেনা, হোক না মালি অন্য তার।
যেথায় তুমি যেটাই পাবে
ইচ্ছে মতন সেটাই খাবে
জায়গা, বাড়ি, টাকা সবই ভুরি রেখে ঠিক তোমার।

--------------------------------------------
২৪ জুলাই,২০১৮, মিরপুর, ঢাকা।