আপন বোঝার আলোর মাঝে

জাহিদ হোসেন রনজু
------------------------®

মন রে মন তুই ক্যান অযথা
খারাপ করিস মন,
কাব্য পড়ে যায় না বোঝা
আপসোস সারাক্ষণ।

তুই না বুঝলে কেউ আর সেটা
বুঝবে না ভাবিস?
ইলিশ রূপোর মতন জ্যোৎস্না
কাব্যে হয় জানিস?

এই তো আবার ভিরমি খেলি
মাথায় বাঁধলো গোল,
দুধ ঘাঁটালে বেশী সে তো
হয়েই যাবে ঘোল।

আরে বাবা! বড্ড সোজা
পূর্ণমাসীর গায়,
ইলিশ আঁশের মতন রূপার
রঙ যেন জ্যোৎস্নায়।

এতেও যদি না বুঝিস মন
দোষের কিছু নাই,
সব কিছু যে বুঝতে হবে
কে বলেছে ভাই।

তুই কি বুঝিস কেমন করে
বানায় টেলিফোন?
কী কারণে ঝড়-তুফানে
কাঁপে ঈশান কোণ?

মন রে তুই জানিসনে যখন
এমন সব কিছু,
কষ্ট কেন পাস অযথা
ঘুরে এর পিছু।

তারচেয়ে মন পড় না বসে
অনেক অনেক বই,
দেখবি বুঝে তরতরিয়ে
উঠছিস বেয়ে মই।

তারপরও যা বুঝবি না রে
বোঝার দরকার নাই,
আপন বোঝার আলোর মাঝেই
পাবি রে রোশনাই।

---------------------------------
২৪ ফেব্রুয়ারি ২০২১, মিরপুর, ঢাকা