সংশয়ের দূরত্ব
জাহিদ হোসেন রনজু
-----------------------------®
দুই তিন বাড়ি পরে দেখি তার বাটি
এতটুকু পথ যেতে বহু পথ হাঁটি।
সম্মুখে দাঁড়িয়ে যেন বাধা সুগভীর
অতল সাগর আর পাহাড় প্রাচীর।
পার হতে হয় ভয়, সংশয় নদী
কুলকুল করে লাজ বহে নিরবধি।
ফরহাদ, মজনুর ইতিহাস পড়ি
মনের বাড়িতে রোজ সাহসটা গড়ি।
রোজ ভাবি আর নয় ভয়, সংশয়
এবার বলবো ঠিক করে সব জয়।
ক্ষণ, দিন, মাস শেষে বর্ষ গুজরান
তবু দেখি শুরু-শেষ সম-ব্যবধান।
-------------------------------
১৬ নভেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা।