সঙ..সার

জাহিদ হোসেন রনজু
--------------------------------®

যেখানে সৃষ্টি, সাথে যার
সমাধান খোঁজে না সেখানে এখন আর

অভিমানগুলো ডানা মিলে দেয়
এখানে ওখানে......ইথারে
হাওয়া পেয়ে পালে অভিমান দুঃখ হয়
দুঃখ হয় ক্ষোভ
ক্ষোভ হয় বিদ্বেষ অবশেষে

ঘনীভূত অন্ধকার; দিন দিন বাড়ে

পারস্পরিক নয়
নিজের ভাবনায় অপরকে দেখে, মাপে...একাকি

নিকট হয় সুদূর....

অতঃপর
একই সামিয়ানা....
একই ঘর
অবিশ্বাসের বৃক্ষ
ক্ষোভের চিতা
আর দুটি ভালোবাসা বিহীন মানুষ

সঙ....সার।

-----------------------------------
২২ ডিসেম্বর ২০১৮, মিরপুর, ঢাকা।