সম্পর্ক
জাহিদ হোসেন রনজু
---------------------------------------®
আধো আলো আধো অন্ধকার শেষে সূর্য হাসে
স্নিগ্ধতায় ঘেরা প্রভাতের বেলা
প্রখরতায় উজ্জ্বল মধ্যাহ্ন দুপুর
ধীরে ধীরে ধূসরতা, বিষন্ন বিকাল
তারপর সন্ধ্যা; দূর দিগন্তে সন্ধ্যাতারা
অতঃপর রাত্রি;
জোনাকিরা আলো জ্বেলে টিপটিপ কোথাও
আর সব অন্ধকার
------------------------------------
২৫ ডিসেম্বর ২০২০, মিরপুর, ঢাকা