সম্পর্ক

জাহিদ হোসেন রনজু
------------------------------®

বন্ধুত্ব সম্পর্কটাই সর্বোত্তম

বন্ধুত্বের মধ্যে 'এথিকস' আছে
ভাললাগা আছে,
ভালবাসা আছে; বাধ্যবাধকতা নেই

বাধ্যবাধকতাই মূখ্য
যদিও
প্রেম আর বৈবাহিক সম্পর্কেও আছে-
'এথিকস'
ভাললাগা
ভালবাসা;

বন্ধুকে সব বলা যায়, প্রেমিকে নয়
আর জীবনসঙ্গীকে?
'সেন্সর' শব্দটার সবচেয়ে বেশী প্রয়োগ এখানেই ঘটে

তবুও বন্ধুত্বের সীমানা ডিঙিয়ে মানুষ
গোলাপ হাতে দাঁড়ায়
বাধ্যবাধকতায় জড়ায়

এক দুর্নিবার বুভুক্ষু জৈবিক চাহিদা নিয়ে মানুষের জন্ম

-------------------------------
১৪ নভেম্বর ২০২০, মিরপুর, ঢাকা।