সখি কাব্য - ৩

জাহিদ হোসেন রনজু
-------------------------------------®

কই গো সখি কোথায় তুমি?
এসো না করি প্রেমালাপ।
নাকি তোমার মনের বনে
ফুটেনি আজো প্রেম গোলাপ?

গাছের শাঁখে গাইছে কোকিল
নদীতে ঢেউ ঐ ছলাৎ ছল,
তবু কি সখি ভাবছো বসে
ফুটেনি তোমার প্রেমোৎপল?

থাকবে নাতো বয়স বসে
ফুরাবে এই বসন্তকাল,
উছলে পড়া রসের যৌবন
থাকবে কি আর অনন্তকাল?

-------------------------------------------
৮ এপ্রিল,২০১৭, খিলগাঁও, ঢাকা।