সখি কাব্য-১৯

জাহিদ হোসেন রনজু
-----------------------------®

তোমার রূপের ছটা দেখেই
কাটলো যখন এত কাল,
এই অবেলায় চাই না সখি
মিথ্যে তোমার রূপ মাকাল।

-------------------------
৮ এপ্রিল, খিলগাঁও, ঢাকা।