সখি কাব্য-১৪
জাহিদ হোসেন রনজু
-----------------------®
যতই সখি ঘুরে ঘুরে
এ মন ও মন রোজ বেড়াও,
যতই তুমি দিনে রাতে
মন ভুলিয়ে মন রাঙাও,
পাবে কি আর সত্যিকারের
প্রেমিক জনের সাচ্চা মন,
যদি না তোমার থাকেই সখি
ভালবাসার মন তেমন।
------------------------------
১৫ এপ্রিল, ২০১৭, মিরপুর, ঢাকা