সখি কাব্য-১২

জাহিদ হোসেন রনজু
---------------------------®

আগে সখি জানতাম না যে

তোমার প্রেমে এতই বিষ,

জানলে কি আর প্রেমানলে

পুড়তে আসতাম অহর্ণিশ।

------------------------------
১৪ এপ্রিল, ২০১৭, মিরপুর, ঢাকা।