সখি কাব্য- ১১

জাহিদ হোসেন রনজু
-----------------------------®

বহুদিন সখি পাই না দেখা

তোমার কি খুব মন খারাপ?

নাকি তুমি হারিয়ে গেলে

পেয়ে নতুন প্রেম আলাপ?

------------------------------
১৪ এপ্রিল' ২০১৭, মিরপুর, ঢাকা।