সখি কাব্য-১

জাহিদ হোসেন রনজু

-------------------------------®

তোমার প্রেমে বিভোর হয়ে
আছে যত আশিক মন,
তাদের মধ্যে আমিই সখি
ক্ষুদ্র অতি নিঃস্ব জন।

আমার সখি আছে শুধু
তোমার জন্য একটি মন,
সাধ্য কি আর তাদের রেখে
হই যে তোমার আপন জন।

প্রেম কাননে আজকে কি আর
শুধু মনের দাম আছে,
তুমি তো আজ তারই হবে
বিত্ত বৈভব যার কাছে।

-------------------------------
৮ এপ্রিল,২০১৭, খিলগাঁও, ঢাকা।