সবচেয়ে বড় মিথ্যা
জাহিদ হোসেন রনজু
-------------------------------------------®
সবই মিথ্যা যা ভেবেছি তোমায় নিয়ে আজ অবধি
নিতাম সবই ফিরিয়ে ঠিকই থাকতো আমার সুযোগ যদি
ভেবে ছিলাম কত কিছু তোমায় দেখে তোমায় নিয়ে
সাজায় ছিলাম তোমায় আমি আমার রঙিন স্বপন দিয়ে
ভেবে ছিলাম তুমি আমার চৈতী রোদে শীতল হাওয়া
রাত নিশীথে পূর্ণিমা চাঁদ স্নিগ্ধ মধুর জ্যোৎস্না ছাওয়া
পদ্মদিঘির পদ্ম ভেবে দিঘির জলে ভেসেছিলাম
এমন অনেক কিছু ভেবে তোমায় ভাল বেসেছিলাম
মিথ্যা শত ভাবনা দিয়ে সাজায় ছিলাম পরিপাটি
সর্ব বড় মিথ্যা ভাবা 'তুমি আমার' এই কথাটি।
------------------------------------------
১২ এপ্রিল ২০২০, মিরপুর, ঢাকা