সব সত্যি বলতে নেই
জাহিদ হোসেন রনজু
----------------------------®
ভাবলাম ভালবাসি যাকে, তাকে
কোন কিছু লুকাবো না
একদিন রোদসীকে বললাম-
আমি আগেও একবার প্রেমে পড়েছিলাম
ব্যাস !
অমনি নদীর জল সমুদ্রে যেয়ে পড়লো
লবন আর লবন...
সাইক্লোন....
তীর ভাঙ্গলো, পার ভাঙ্গলো
নদীর গতিপথই পাল্টে গেল......
এখন আমার ত্রিসীমানায় নদীর কোন অস্তিত্ব নেই..
--------------------------------------------
২৫ মার্চ ২০১৯, মিরপুর, ঢাকা।