সব কিছু চাই আমার মতন
জাহিদ হোসেন রনজু।
--------------------------®
সব কিছু চাই আমার মতন,
আমার মত
তুই কে ব্যাটা?
কোথাকার তুই মানিক রতন?
ফ্যাসাদ যত
মারবো ঝাঁটা।
আম্র পাকলে আমি নিবো
ইচ্ছে যত
যত খুশি।
চাইলে পরে জোরসে দিবো,
চোরের মত
কিল ও ঘুষি।
পাকলে ফসল মাঠে-ক্ষেতে
আমার হবে
মনে রাখিস।
বায়না করলে হাতটি পেতে
মরবি তবে
প্রাণে জানিস।
জলের মৎস্য যত আছে
সবই আমার
জানিস বোকা?
ভুলেও বৎস যাসনে কাছে
ধরতে আবার
জলের পোকা।
যা বলার সব বলবো আমি
আমিই যে সব
রাখিস জেনে,
মুখ বুঁজে তাই দিবাযামী
শুনে সে সব
চলবি মেনে।
দেখবি শুধু মুখটি বুঁজে
চোখটি দিয়ে
শব্দ ছাড়া,
মরিস না তুই মানে খুঁজে
সাহস নিয়ে
হতচ্ছাড়া।
আমিই শুধু আমিই একা
আর কেহ নয়
আজকে দেশে,
আমার ভাগ্যেই সকল লেখা-
নাই কি রে ভয়?
চাস যে এসে।
চলছে যেমন, চলবে তেমন
আমার পিছু
এ দেশ এখন,
মরলে আমি, বুঝলি রতন
চাইবি কিছু
বাঁচলে তখন।
---------------------------------
২৮ জানুয়ারি ২০১৯, মিরপুর, ঢাকা।