সব চোখে তো প্রেম থাকে না।
-জাহিদ হোসেন রনজু।
------------------------------------------®
সব চোখে তো প্রেম থাকে না-
প্রেম খুঁজো না।
কোন চোখে কৃপা থাকে-
থাকে ঘৃণা।
কোন চোখে দহন থাকে-
তুষের দহন।
ধীরে ধীরে পোড়ায় সে চোখ-
সারা জীবন।
কোন চোখে মরুর আকাশ-
খাঁ খাঁ ধূ ধূ।
যেথায় গেলে পথ হারাবে-
কষ্ট শুধু।
সব চোখ আবার প্রেম খুঁজে না-
প্রেম যাঁচে না।
লালসা ভরা, কামুক সে চোখ-
প্রেম চাহে না।
চায় যে সে চোখ মাংশাসী জীব-
নগ্ন শরীর।
চোখ দিয়ে খায় চেটেপুটে -
ভিতর বাহির।
সবার চোখে প্রেম থাকে না-
প্রেম খুঁজো না।
সব চোখ আবার প্রেম খুঁজে না-
প্রেম যাঁচে না।
-------------------------------------------------
( ১০মার্চ,২০১৬, মিরপুর,ঢাকা )