শুধুই তুমি

জাহিদ হোসেন রনজু।
-----------------------------------------®

আমার অন্তর জুড়ে- শুধু তুমি।

নিকষ অন্ধকারে তাঁরা ঝিলমিল জোনাকীর আলো
বাঁশ ঝাঁড়ের ফাঁকে ঝরে পড়া জ্যোৎস্নার স্নিগ্ধতা
প্রেয়সীর হাতে থাকা ফুলের সৌরভ যেমন
আমার জীবনে তেমনি তুমি।

আমার সমস্ত মন জুড়ে
অস্থি-মজ্জা-হৃৎপিন্ডে
আমার বিশ্বাসে
বেঁচে থাকার নিঃশ্বাসে
আমার আকাশে
বাতাসে
শব্দে, চৈতন্যে
শুধু তুৃমি।

আমার চারপাশে যে সুন্দর খেলা করে- সে তুমি
আমাকে যে বেদনায় নীল করে- সে তুমি
আমাকে যে রাত্রীতে জাগিয়ে রাখে- সে তুমি
আমাকে দিয়ে যে কবিতা লেখায়- সে তুমি।

আমাকে যে বাঁচিয়ে রাখে- সেও তুমি।

আমার স্বপনে
আমার জাগরণে
আমার জীবনে
আমার হৃদয়ে
যে এক আকাশ পূর্ণিমার জ্যোৎস্নাময়ী চাঁদ-সে তুমি।

শুধুই তুমি।

তুমি ছাড়া অন্য কেউ নয়।।

-------------------------------------------
( ২০ এপ্রিল,২০১৬,মিরপুর, ঢাকা)