শ্রান্ত পথিক
জাহিদ হোসেন রনজু
------------------------®
- পথিক তুমি
শ্রান্ত দেহে
ক্লান্ত পায়ে
কোথায় যাও?
-ইট-পাথরের
শহর ছেড়ে
যাচ্ছি আমি
সবুজ গাঁও।
- চকচকে এই
শহর ছেড়ে
জীর্ণ গ্রামে
কী পাবে?
-নিঝুম রাতের
গভীর নিদ্রা
পাখির ডাকে
দূর যাবে।
শিশির ভেজা
দূর্বা ঘাসে
হাঁটবো আমি
নগ্ন পায়,
স্নিগ্ধ শীতল
বাতাস এসে
লাগবে আমার
তপ্ত গায়।
মাঠে মাঠে
সোনার ধানে
উঠবে নেচে
সুপ্ত প্রাণ,
আসবে ভেসে
আম-কাঁঠালের
মন মাতানো
মিষ্টি ঘ্রাণ।
দূর দিগন্তে
চেয়ে রবো
বাঁধ সাধবে না
চার দেয়াল,
চন্দ্র-তারা-
আমার মাঝে
থাকবে নাকো
আর আড়াল।
থাকবে নাকো
দম আটকানো
আকাশ ছোঁয়া
লাল দালান,
দূর সবুজে
মাঠে ঘাটে
ছড়ায় দিবো
আমার প্রাণ।
হারায় যাবে
গাড়ীর যানজট
যান্ত্রিকতা
কোলাহল,
পাবো ফিরে
দুপুর, রাত্রী
প্রভাত আবার
সুনির্মল।
চারিপাশে
থাকবে না মোর
হাজার মানুষ
অচেনা,
থাকবে ঘিরে
ভালবেসে
বন্ধু স্বজন
খুব চেনা।।
- পথিক তুমি
জানো যদি
কোথাও আছে
এমন গাঁও,
হাতটি ধরে
বলছি তোমায়
তোমার সঙ্গে
আমায় নাও।
--------------------------
১৬ মে ২০১৭, মিরপুর, ঢাকা।