শরৎকাল
জাহিদ হোসেন রনজু।
-------------------------------------------®
বৃষ্টি বাদল
ভ্যাপসা গরম
বর্ষা ঋতুর
দিন শেষে,
শান্ত আকাশ
স্নিগ্ধ পরশ
নিয়ে শরৎ
যায় এসে।
শরৎকালে
মিষ্টি মেয়ে
শিউলি হাসে
প্রাণভরে,
শুভ্র সফেদ
মেঘ বালিকা
বেড়ায় ঘুরে
অম্বরে।
ঝলমলে চাঁদ
জ্যোৎস্না বিলায়
আলোয় ভরে
দিগন্ত,
ধানের ক্ষেতে
বান ডেকে যায়
দেখে যে সুখ
অনন্ত।
নদীর কূলে
নাচন লাগে
ঢেউ জাগে যে
কাশবনে,
দুষ্টু মেয়ে
উড়ায় যেন
শুভ্র আঁচল
নিজ মনে।
শিশির ভেজা
দূর্বা ঘাস আর
নরম আলোর
রোদ সকাল।
রূপ অপরূপ
মোহনীয়
ঋতুর রাণী
শরৎকাল।
---------------------------------------------
২৪ জুলাই ২০১৭, মিরপুর, ঢাকা।
পরিমার্জন : ২৭ আগস্ট ২০১৯