লিমেরিক- ৫

শোকাহত পুত্র

জাহিদ হোসেন রনজু
----------------------------------®

আমারই বৃদ্ধ পিতা দেয় শুধু দোষ,
বাড়িতে রাখিনি বলে ভারী সে নাখোশ।
ছোট্ট বাড়ি কিনে গেছে
তাও তাকে ভালবেসে
দামী বৃদ্ধাশ্রমে রাখি, তবু আপসোস।

-----------------------------------
২৮ জুলাই, ২০১৮, মিরপুর, ঢাকা।