শব্দত্রয়

জাহিদ হোসেন রনজু
----------------------------------------------®

বিক্ষিপ্ত শব্দত্রয় ; এখানে ওখানে
হৃদয়ের কৃষ্ণ-গহ্বরে
অনেক দিন, সে বহুকাল।

সুনামীর অভিঘাত; বিক্ষিপ্ত এলোমেলো-
আমার প্রিয় শব্দগুলো; তোমার উচ্চারিত
মৃতঃপ্রায় ; নাকি মৃত?; হয়ত মৃত বহুদিন আগে
তোলা হয়নি যা শবাধারে
অথবা শব দাহের চিতায়;
আশায়-

ম্রিয়মাণ আশা; স্বপ্ন বুনন
বেহুলার আরাধনার বরে একদিন
এলোমেলো শব্দত্রয় আবার বাক্য হবে
এস্রাজের তারে হৃদয়ের তন্ত্রীতে আবার উঠবে বেজে
সুললিত ঝংকারে একদিন ; আবার

এলোমেলো বিক্ষিপ্ত শব্দগুলো সেদিন
তোমার মুখ নিঃসৃত সেই বাক্য হবে আবার
'আমি ভালবাসি তোমায়'।

বিক্ষিপ্ত শব্দত্রয় ; মৃতঃপ্রায় বাক্য, হয়তবা মৃত

অনিশ্চিত তুমি; ম্রিয়মাণ আশা; আমি ; পথ চলা।

---------------------------------------------
২৪ মার্চ, ২০১৮, ফুলবাড়িগেইট, খুলনা