শিরোনাম 'বাংলাদেশ'
জাহিদ হোসেন রনজু
----------------------------------------®
একটি কবিতা লিখে আজ দিলাম তোমার হাতে,
পড়ো তুমি দুপুর-বিকেল-সন্ধ্যা-রাত্রি-প্রাতে।
এই কবিতায় সবই আছে যেটাই তুমি চাবে,
মনের মতন ইচ্ছে যাহা সকল কিছুই পাবে।
ইচ্ছে হলে পাহাড় পাবে, নদী পাবে তুমি,
ইচ্ছে হলেই পাবে এথায় সবুজ ঘাসের ভূমি।
নীল আকাশে হংস সারি, শুভ্র মেঘের ভেলা,
দেখতে পাবে এই কবিতায় পাখ-পাখালির মেলা।
গাছের ছায়ায়, সবুজ মায়ায় মন জুড়ায়ে যাবে,
এই কবিতায় প্রাণ জুড়াতে শীতল বাতাস পাবে।
এই কবিতায় গান শোনাবে ময়না-কোকিল-টিয়ে,
মন রাঙাবে গোলাপ বেলী মিষ্টি সুবাস দিয়ে।
এই কবিতায় পাবে তুমি মায়ের মুখের হাসি,
খুঁজে পাবে চাঁদ-আকাশে জ্যোৎস্না রাশি রাশি।
পাবে যেমন এই কবিতায় মাটির সোঁদা গন্ধ ,
তেমন পাবে বিপ্লবী সুর শিকল ভাঙ্গার ছন্দ ।
এই কবিতা বলবে কথা বাহান্ন, একাত্তর
বলবে তোমায় বিজয় গাঁথা, ধ্বংসের কথা শত্রুর।
এই কবিতায় আসবে সালাম, রফিক-বরকত-জব্বার,
উঠবে হেসে আলোক প্রদীপ লক্ষ শহীদ বাংলার।
এই কবিতায় পাবে তুমি মাতা বীরাঙ্গনা,
ত্যাগে উজ্জ্বল মহীয়সী দু'লক্ষ ললনা।
মায়ের আদর, ভাইয়ের স্নেহ, বোনের মিষ্টি আশা,
এই কবিতায় পাবে খুঁজে প্রিয়ার ভালবাসা।
এই কবিতা, সেই কবিতা ষড়ঋতুর ছয় বেশ,
এই কবিতা তোমার-আমার, শিরোনাম 'বাংলাদেশ'।
----------------------------------------
২৪ ফেব্রুয়ারি ২০১৯, কয়রা, খুলনা।
(কবি জে.আর এ্যাগ্নেস-এর কবিতা 'আমাকে একটি কবিতা দাও' পড়ে মন্তব্যের ঘরে তাৎক্ষণিকভাবে লিখিত কবিতা থেকে এই কবিতার সৃষ্টি। কবিতাটি তাই কবিকেই উৎসর্গ করলাম)